বলিউডের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। করোনাকালে ভারতজুড়ে চলমান লকডাউন ভেঙে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। আর সেই সময় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বের হয়েছিলেন পুনম।
লকডাউন ভঙ্গের অভিযোগে রোববার এই অভিনেত্রী-মডেলকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আটক করা হয়েছে তার গাড়িটিও। এ ঘটনায় পুনমের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৪ সালে ২ মে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেফতার করে পুলিশ। গভীর রাতে মুম্বাইয়ের মিরা রোডে গাড়ির ভেতর ছেলেবন্ধুর সঙ্গে অশালীন অবস্থায় দেখা যায় তাকে। খোলামেলা পোশাকের কারণেও প্রতিনিয়ত সমালোচিত হন পুনম। উল্টা-পাল্টা কীর্তি ঘটিয়ে বার বার খবরের শিরোনাম হয়েছেন বলিউডের এই অভিনেত্রী।