আল্ট্রাসনোগ্রামে জমজ, ভূমিষ্ঠ এক শিশু!


ব্রাহ্মবাড়িয়া, Brahmanbaria District #paperslife


ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের সেবা ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে।

রিপোর্ট অনুযায়ী গর্ভে দুই শিশু। অথচ প্রসবের পর মায়ের কোলে দেয়া হয়েছে এক সন্তান। ওই প্রসূতির পরিবার এখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আরেকটি সন্তান দাবি করছে।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আলট্রাসনোগ্রাম রির্পোট ভুল ছিল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা যায়,

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের স্ত্রী শিউলি বেগম প্রসব বেদনা নিয়ে সোমবার বিকেলে সেবা ক্লিনিকে ভর্তি হন।

গত ১২ জুলাই করা আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে শিউলির গর্ভে দুইটি শিশু রয়েছে বলে জানানো হয়। এরপর সন্ধ্যায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক শিশুর জন্ম দেন শিউলি।

সেবা ক্লিনিকের চিকিৎসক সাইমা রহমান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের আগে দুই শিশুর কথা বলা হলেও শিউলির পরিবারকে জানানো হয় তিনি একটি সন্তান জন্ম দিয়েছেন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় শিউলির পরিবারের লোকজন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আলট্রাসোনগ্রাম রির্পোটটি ভুল। অস্ত্রোপচারের সময় গর্ভে একটি শিশুই ছিল।