ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে ক্রিকেট খেলার বল তুলতে গিয়ে স্রোতে তলিয়ে গেছে কবির হোসেন নামে এক কিশোর। শুক্রবার আশুগঞ্জ বাজারের পোড়াগুডাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। কবীর হোসেন (১৫), পোড়াগুডাম এলাকার ছালেক মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে একটি ক্রিকেট খেলার বল ভাসতে দেখে কিশোর কবীর হোসেন বলটি আনতে গিয়ে পানিতে তলিয়ে যায়। সেখানে উপস্থিত লোকজন তাকে তলিয়ে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করেও তাকে আর খুঁজে পায়নি। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, নৌপুলিশ-থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারের জন্য যৌথ চেষ্টা চালাচ্ছে।