বিশ্বজুড়ে করোনার প্রভাব বেশ ভালভাবেই পড়েছে ব্যবসা বাণিজ্যের উপর। এবার করোনা পরিস্থিতিতে নিজেদের একের পর এক প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই শুরু করেছে ইংল্যান্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। সেইসাথে চলতি সপ্তাহেই আরও অধিক সংখ্যক কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে একাধিক কোম্পানি।
চলতি সপ্তাহে প্রায় তিন হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে। এরমধ্যে ইতালিয়ান রেস্টুরেন্ট থেকে ছাঁটাই হচ্ছে প্রায় ১২০০ কর্মী। আস্ক ইতালিয়ান এন্ড জিজ্জি নামের এই রেস্টুরেন্ট চেইন তাদের ২২৫টি শাখা বিক্রি করেছে। এতে প্রায় ৫ হাজার কর্মীকে রক্ষা করা সম্ভব হলেও বাকি ৭৫টি শাখা বন্ধ করতে হচ্ছে। ফলে চাকরি হারাচ্ছেন প্রায় ১২০০ কর্মী।
এ বিষয়ে দ্যা ব্রিটিশ চেম্বার অব কমার্স জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে প্রতি ৩টির মধ্যে ১ টি কোম্পানি কর্মী ছাঁটাই করবে। অর্থাৎ ২৯ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। ব্রিটেনে বর্তমানে ৯ মিলিয়নের বেশি কর্মজীবী সরকারের ফারলোতে রয়েছেন। অক্টোবর থেকে ফারলো বন্ধ হয়ে যাবে। তবে আগস্ট থেকে ফারলোতে কিছু পরিবর্তন হবে। এ কারণে আগামী মাস থেকেই কোম্পানিগুলো আরো বেশি কর্মী ছাঁটাই করতে পারে বলে ধারণা করা হচ্ছে।