অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আকাশে ইউএফও দেখতে পাওয়া গেছে এমনটি দাবি করেছেন এক ব্যক্তি। তিনি দাবি করেন, তা পাখি বা ড্রোন ছিল না। এমনকি ওই বস্তুর ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন বলেও দাবি তার।
গ্যাব্রিয়েল রোসা নামের ওই ব্যক্তি জানান, মঙ্গলবার ভোর ৬ টা ৩০ মিনিটে তিনি তার কুইন্সল্যান্ডের বাসার বারান্দায় বসে সকালের কফি খাচ্ছিলেন। তখন হঠাৎ আকাশে একটি উদ্ভট জিনিস নজরে আসে। আমি যখন এই বস্তুটি দেখলাম, তখন এটি উড়তে ছিল। প্রথমদিকে আমি ভেবেছিলাম যে এটি একটি পাখি। তবে হঠাৎ দেখি বস্তুটিতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে। তখন আমি এটির সন্ধানে দ্রুত অগ্রসর হতে শুরু করি এবং মোবাইল ক্যামেরায় ছবি ধারণ করি।’
চিত্রগ্রহণ শুরুর আগে অবজেক্টটিকে থামতে এবং প্রায় পাঁচ সেকেন্ড ধরে আকাশে ঘুরতে দেখেন জানিয়ে রোসা বলেন, ‘আমি ফোনের ক্যামেরা চালুর আগে এটি সম্ভবত সম্ভবত আরো ৫ থেকে ১০ সেকেন্ড সময় নিয়েছিল। এই পর্যায়ে এটি গতিবেগের দিকে বদলে উত্তর দিকে অগ্রসর হয়েছিল। এরপর কিছুটা সময় থামল, তারপরে গাছের আড়ালে চলে গেল।’
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন সামরিক বিমানের উপরে থাকা ক্যামেরাগুলি দ্বারা ২০০৪ এবং ২০১৫ সালের তিনটি ভিডিও প্রকাশ করেছেন। যেগুলোতে কিছু আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট উড়তে দেখা গেছে।