ইতালিতে আবারও জরুরি অবস্থা!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


করোনার তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইউরোপের দেশ ইতালি করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এলেও দেশটিতে ভাইরাসটির বিস্তার এখনও থামেনি।

এমন পরিস্থিতিতে ইতালিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছিলেন। পার্লামেন্টের উচ্চকক্ষ এর অনুমোদন দিয়েছে, তাতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা বাড়ছে।

করোনার সংক্রমণ নিম্নগামী হলেও জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পেছনে কন্তের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিলাষ খুঁজে পাচ্ছিল বিরোধী দল। এরপরও উচ্চকক্ষের সিনেটে প্রধানমন্ত্রীর পক্ষে বিপক্ষে ১৫৭-১২৫ ভোট পড়েছে।

রোমে ৩১ জানুয়ারি দুজন কোভিড রোগী শনাক্তের পর ৬ মাসের জরুরি অবস্থা জারি করেন।
মঙ্গলবার সিনেটে এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাইরাসটির বিস্তার এখনও থামেনি। এখনই কার্যকরী কোনও পদক্ষেপ তুলে নেওয়া হবে বোকামী।’

অবশ্য এ বছরের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে এসেছেন কন্তে।