ইরানের কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪


ইরানের কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪


ইরানের রাজনৈতিক বন্দিদের রাখা কুখ্যাত এভিন কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চার বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬১ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে বন্দিদের মধ্যে সংঘর্ষের পর কারাগারটিতে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ দমন-পীড়ন সত্ত্বেও ইরানে বিক্ষোভ অব্যাহত

ইরনা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এ ঘটনায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরানের এই কারাগারটিতে মূলত রাজনৈতিক বন্দিদের রাখা হয়েছে। তবে অনেক রাজনৈতিক বন্দিদের পরিবার থেকে সামাজিক যোগোযোগমাধ্যমে জানানো হয়েছে, তারা সবাই নিরাপদে আছে। তাছাড়া মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে আটক বিক্ষোভকারীদেরও এই কারাগারে রাখা হয়েছে বলে জানা গেছে।