ইরানের ক্লিনিকে গ্যাস বিস্ফোরণ, নিহত ১৯


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


ইরানের রাজধানী তেহরানের একটি স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।

মঙ্গলবার সিনা আথার নামক এক ক্লিনিকে এই ঘটনা ঘটে। গ্যাস লিকের কারণে তেহরানের ক্লিনিকটিতে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে কর্মকর্তারা জানিয়েছে।

তেহরান দমকল বাহিনীর মুখপাত্র জালাল মালেকি ইরানের বার্তা সংস্থা ইসনাকে বলেন, হতাহতদের মধ্যে অনেকে ক্লিনিকে উপরের তলায় অপারেশন রুমে ছিলেন। দুর্ভাগ্যবশত তাপ এবং ঘন ধোঁয়ায় তারা প্রাণ হারিয়েছেন।