প্রাণঘাতী করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি পাইকারি বাজার থেকেই ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছিল। বলা হচ্ছিল, এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ওই বাজার থেকেই।
কিন্তু গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনা সংক্রমণের নেপথ্যে উহান শহরের একটি বাজারের ভূমিকা রয়েছে।
গত বছর ডিসেম্বর মাসে চীনের উহান শহরের এক বাজার থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস কোভিড-১৯। এ বছর জানুয়ারিতে করোনাভাইরাসের বিস্তার শুরু হতেই চীনা কর্তৃপক্ষ বাজারটি বন্ধ করে দেয় এবং বন্যপ্রাণী কেনা-বেচায় সাময়িক বন্ধের ঘোষনা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বলে আসছে, করোনাভাইরাসের উৎস প্রাকৃতিক, এটি ল্যাব থেকে ছড়ায়নি। ট্রাম্প সংস্থাটির অবস্থানকে চীনঘেষা আখ্যা দিয়ে তহবিল স্থগিত করেছে।
এমন পরিস্থিতিতে ডব্লিউএইচও ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তে অংশগ্রহণের জন্য চীনের প্রতি আহ্বান জানায়। তবে চীন সেই আহ্বানে সাড়া দেয়নি। ড. পিটার বেন জানান, এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না যে জীবজন্তু থেকেই ওই বাজারের দোকানদারদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে।
তবে সেটা কী ধরনের ভূমিকা, তা স্পষ্ট নয়।এটা হয়তো কাকতালীয়ও হতে পারে। ভাইরাসটি বাজারে এবং এর আশে পাশে কিছু এলাকায় শনাক্ত হয়েছিল।’করোনা সংক্রমণে যে উহানের বাজারের যথেষ্ট ভূমিকা রয়েছে, তা দুনিয়ার সকলে বললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এত দিন স্পষ্ট করে কিছুই বলেনি।
অনেকের বক্তব্য, পৃথিবীর একাধিক রাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ ‘চীনের সুরে কথা বলা’কে ভালোভাবে নেয়নি। সংস্থাটিতে মার্কিন অনুদান বন্ধ হয়ে গেছে।
ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ তৈরি হয়েছিল। অনেকের মতে, সে চাপের ফলেই এত দিন পর উহানের বাজারের ভূমিকা সম্পর্কে স্পষ্ট বক্তব্য জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।