লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দেশটিতে নতুন করে আরও ৯ শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এখন পর্যন্ত লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই আক্রান্ত এবং মৃত্যু সবচেয়ে বেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার নতুন করে আরও ৯১২ জনের মৃত্যু হয়েছে। ফলে ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ৭৮ হাজার ৭৭২ জন।
এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৮ হাজার ৫৩২ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৫ হাজারের বেশি।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৫ হাজার ২৪৬। এর মধ্যে মারা গেছে ৭৮ হাজার ৮১৭ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫ জন।