আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, পাইপলাইন স্থাপনের কাজের জন্য গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে তুলা গবেষণাকেন্দ্র পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে টানা ২৪ ঘণ্টা। আগামীকাল শুক্রবার সকাল ৯টার পর সেখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
জানা যায়, জরুরি পাইপলাইন স্থাপন কাজের জন্য এক দিনের জন্য গাজীপুর ও অত্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।