এক টাকায় দোকান খুলে অসহায়দের পাশে হাকিমপুর ফাউন্ডেশন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশের বিভিন্ন জায়গায় চলছে অঘোষিত লকডাউন। এমন অবস্থায় ঘর থেকে বের হতে ও কাজে যেতে না পারায় কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া গরীব অসহায় মানুষেরা।

তাদের সাহায্যার্থে এগিয়ে আসছেন অনেকেই। নিজের জায়গা থেকে যে যেভাবে পারছে সাহায্য করছে।

দিনাজপুরের হিলিতে সেসব খেটে খাওয়া গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এলাকার বিভিন্ন স্কুল-কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হাকিমপুর ফাউন্ডেশন।

তারা চালু করেছেন মাত্র ১ টাকার দোকান, যেখান থেকে গরীব অসহায় মানুষেরা এক টাকা দিয়ে একবেলার খাবারের প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এক টাকায় একবেলার আহারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এসব দুস্থরা।

হিলি সীমান্তের চেকপোষ্ট বালুরচর বস্তি, চুড়িপট্টি ও আদিবাসীপাড়াসহ নির্দিষ্ট কিছু এলাকায় যেখানে গরীব অসহায় মানুষজনের বসবাস, সেসব এলাকায় এই এক টাকার ভ্রাম্যমাণ দোকান নিয়ে গিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে হাকিমপুর ফাউন্ডেশনের সদস্যরা তাদের মাঝে পণ্য বিক্রি করছেন।

এক টাকার বিনিময়ে প্রত্যেককে দেওয়া হচ্ছে-১ কেজি করে চাল, আড়াইশ গ্রাম পেঁয়াজ, আড়াইশ গ্রাম আলু, পুইশাক ও মিষ্টি কুমড়া। এ ছাড়াও খাবার ও ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে ফাউন্ডেশনটি।

হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি মেহেদি হাসান সোহাগ বলেন,হিলির বিভিন্ন বস্তিসহ যেসব এলাকায় গরীব অসহায়, দুস্থ মানুষজন রয়েছে। আমরা ওইসব বস্তি ও গ্রামে ভ্যানে করে পণ্য নিয়ে গিয়ে তাদের মাঝে ১ টাকার বিনিময়ে এসব পণ্য বিক্রি করছি। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা যায়, হিলিসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজে অধ্যায়নরত ৬০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়েছে। নিজেদের সদস্যদের অর্থায়নে গত ২৬ মার্চ থেকেই এ সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।