২০১৯ সালে বিয়ের প্রস্তাব পান বলিউড তারকা রিচা চাড্ডা। প্রজাপ্রতির অপর পক্ষ বলিউড তারকা আলি ফজল। ঠিক করেছিলেন ২০২০ সালে বিয়ে করবেন। করোনার কারণে তা আর হয়ে ওঠেনি কিন্তু এবার বিয়ে করবেনই আলি-রিচা।
জানা গেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ মাসেই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন আলি-রিচা। এরই মধ্যে পুরোদমে তাদের বিয়ের আয়োজন চলছে।
বেশ কয়েক বছর ধরে প্রেম করছেন বলিউড তারকা রিচা চাড্ডা ও আলি ফজল।
যদিও বিয়ের অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি দুজনের কেউই। তবে এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিচা বলেন, আমার মনে হয়, এ বছরই বিয়ে হবে। যেভাবেই হোক সেটা করে নেবো।
সেপ্টেম্বরের শেষের দিকে একদমই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরে ফেলবেন আলি-রিচা। তবে বিয়ের অনুষ্ঠান করা হবে অক্টোবরে। প্রথমে দিল্লি, পরে মুম্বাইতে করা হবে পাঁচদিনের অনুষ্ঠান।
ভিন্নধর্মী সংগীতানুষ্ঠানের পর বিয়ে হবে ঐতিহ্যবাহী রীতি-নীতি মেনেই। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে দেখা যাবে তাদের। সচারচর বলিউডের বিয়েতে যেরকম সংগীতানুষ্ঠান দেখা যায়, তেমনটা করতে চান না আলি-রিচা।
যদিও মুম্বাইতে আরও এক দফায় গ্র্যান্ড রিসেপশন দেয়ার কথাও ভাবছেন এ হবু দম্পতি। দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে সে রিসেপশন পার্টি করা হবে। এ পার্টিতে প্রায় ৩৫০-৪০০ জন আমন্ত্রিত অতিথি থাকবেন।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যায় আলি ও রিচাকে। সিনেমার শুটিং চলাকালে তাদের ভালোর বন্ধুত্ব গড়ে ওঠে, এরপর বাড়তে থাকে গভীরতা।