সম্প্রতি ভারত-নেপাল এই দুই দেশের সম্পর্কে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রতিনিয়তই একেকটি করে বিস্ফোরক মন্তব্য করছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এবার ভারতের অযোধ্যা ও রাম সবকিছুকেই নেপালের দিকে টানলেন তিনি। তাঁর বক্তব্য, আসল অযোধ্যা তো নেপালে অবস্থিত ছিল, ভারতে নয়। রামও নেপালি ছিলেন। নেপালের প্রধানমন্ত্রীর এই ধরনের কথায় রীতিমত বিতর্ক শুরু হয়েছে।
সংবাদ সংস্থা ANI-কে এক সাক্ষাত্কারে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ‘আসল অযোধ্যা তো নেপালে অবস্থিত ছিল। ভারতে নয়। ভগবান রামও নেপালি, ভারতীয় নন।
ভারতের সঙ্গে নেপালের এখন সম্পর্ক তলানিতে৷ সম্প্রতি ভারতের একাধিক এলাকাকে অন্তর্ভূক্ত করে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল পাশ হয়েছে নেপালের পার্লামেন্টে।
কোনও রকম বিরোধিতা ছাড়াই সর্বসম্মত ভাবে ওই সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে। নেপালের সংশোধিত রাজনৈতিক ও প্রশাসনিক ম্যাপে ভারতের একাধিক এলাকাকে নিজেদের সীমান্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নেপাল। নতুন ম্যাপে ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নিজেদের সীমান্তের মধ্যে রেখেছে নেপাল। এই তিন এলাকাই উত্তরাখণ্ডে পড়ে।
এছাড়াও, গত সপ্তাহে নেপালে ভারতের রাষ্ট্রীয় চ্যানেল দূরদর্শনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেপাল সরকার।