এ বছর হজের সুযোগ মিলবে কেবল ১০ হাজার জনের


মক্কায়-পৌঁছেছে-হাজীরা
হজে অংশ নিতে মক্কায় পৌঁছেছে হাজীরা

মহামারি করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এ বছর আসন্ন হজে শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারীরা হজ পালনের সুযোগ পাবেন বলে জানা গেছে।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারীদের মধ্যে সর্বোচ্চ ১০ হাজার মানুষ হজের সুযোগ পাবেন।

মঙ্গলবার বেশ কয়েকটি শর্তের ভিত্তিতে হজ পালনের সুযোগের কথা জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

শর্তগুলোর মধ্যে রয়েছে –

  • বহির্বিশ্ব থেকে এ বছর হজের সফরে আসার অনুমতি পাবেন না।
  • ৬৫ বছরের বেশি বয়সী কেউ হজে আসার অনুমতি পাবেন না।
  • দীর্ঘস্থায়ী রোগাক্রান্ত কেউ হজে অংশগ্রহণ করতে পারবেন না।
  • স্বাস্থ্য পরীক্ষায় উন্নীত হয়ে হজে আসতে হবে। হজের সময়ে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
  •  প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং হজ শেষে আইসোলেশন পালন করতে হবে।

এর আগে সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। সীমিতভাবে সৌদি আরবে বসবাসকারী দেশটির নাগরিক অথবা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের সুযোগ পাবেন।

চলমান করোনাভাইরাস মহামারির হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।