দেশের দক্ষিণের জেলা কক্সবাজারের রামু চাকমারকুল কলঘর বাজার থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (৩১) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া জানান, কলঘর বাজার জামে মসজিদের সামনে রাস্তায় দাঁড়ানো এক ব্যক্তির হাতে থাকা শুকনো মরিচের ব্যাগ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় রামু থানায় মামলা করা হয়েছে।