কথা কাটাকাটির জেরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে কথা কাটাকাটির জেরে বখতিয়ার সিকদার (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতা
প্রতিপক্ষের যুবকদের মারধরে নিহত হয়েছেন।

জানা যায়, গতকাল বুধবার (৬ মে) বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত বখতিয়ার সিকদার (৪৯) গড়দুয়ারা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বখতিয়ার সিকদারের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে যুবকরা তাকে মারধর করলে বখতিয়ার আহত হন। পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. লোকমান বলেন, আমার ছোট ভাই ৭ নম্বর ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব ছিলেন।

মঙ্গলবার দুপুরে এলাকায় ত্রাণ বিতরণ নিয়ে রানা নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বখতিয়ারের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার বিকালে তারা আমার ভাইকে মারধর করে হত্যা করেছে। আমি অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চাই।