এবার MAMI চলচ্চিত্র উত্সব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন করণ জোহর। এর আগে ১৪ জুন সারা দেশকে স্তম্ভিত করে বান্দ্রায় নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর তার পর থেকেই সামনে আসে বলিউডে নেপোটিজিমের কালো ছায়া। আর এই ঝড়ে সবচেয়ে বেশি বিদ্ধ হলেন পরিচালক-প্রযোজক করণ জোহর।
সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের একাংশও সরাসরি করণ জোহরকেই দায়ী করলেন সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর জন্যে। এমনকি তার বিরুদ্ধে বিহারের আদালতে মামলাও দায়ের করা হয়েছে আত্মহত্যায় পরোক্ষে প্ররোচনা দেওয়ার জন্যে।
সম্প্রতি মুম্বই মিরর-এ প্রকাশিত খবরে জানা গিয়েছে MAMI চলচ্চিত্র উত্সব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন করণ জোহর। শোনা যাচ্ছে সুশান্ত প্রসঙ্গে বলিউডে তাঁর সহকর্মীদের থেকে যে ব্যবহার পেয়েছেন তাতে মর্মাহত করণ। স্বজনপোষণের বিতর্কে পাশে পাননি কাউকেই। আর তাই MAMI-র মতো মর্যাদাপূর্ণ অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।