মহামারি করোনাভাইরাসের পেরে না উঠে যখন অসহায় মানবজাতি ঠিক তখনই ১১৩ বছর বয়সী এক বৃদ্ধা লড়াই করে ফিরেছেন। জিতেছেন ক্ষুদ্র সে প্রাণঘাতী অণুজীবের বিপক্ষে।
স্পেনের শতবর্ষী বৃদ্ধার নাম মারিয়া ব্রান্যস। ধারণা করা হচ্ছে, তিনিই স্পেনের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।
বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জানা যায়, গত মার্চে স্পেনে লকডাউন ঘোষণার পর করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বৃদ্ধা মারিয়া। কয়েক সপ্তাহ আইসোলেশনে থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন তিনি।
বৃদ্ধার সুস্থতা নিয়ে তার মেয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ‘এখন তিনি দুর্দান্ত, তিনি সুস্থ আছেন, তিনি কথা বলতে চান, ব্যাখ্যা করতে চান, প্রতিবিম্বিত করতে চান, আবার তিনি ফরে এসেছেন।’
১৯১৮-১৯ সালের স্প্যানিশ ফ্লু, ১৯৩৬-৩৯ সালের স্প্যানিশ গৃহযুদ্ধ এবং ২০১৯ সালে করোনা মহামারির সাক্ষী মারিয়ার জন্ম ১৯০৭ সালে মেক্সিকোতে। জন্মের দুই বছর পরে মেক্সিকো থেকে সান ফ্রান্সিসকোতে চলে এসেছিলেন মারিয়ার মা-বাবা।
এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় তার স্প্যানিশ সাংবাদিক পিতার সঙ্গে কাতালান প্রদেশ গিরোনায় চলে আসেন মারিয়া। এখানেই কেটেছে তার পুরো জীবন।