করোনা সংক্রমণ নিয়ে স্থবির পুরো বিশ্ব। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬ লাখ ৬ হাজারের বেশি মানুষ। সেইসাথে আক্রান্ত হয়েছেন আরও ১৪ কোটি ৫৩ লাখের বেশি।
এবার এই ভাইরাস নিয়ে অন্যরকম কথা জানালেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন করোনা আক্রান্তদের পুরোপুরি সুস্থ হতে লেগে যেতে পারে এক থেকে দেড় বছর। এছাড়াও এই ভাইরাসে আক্রান্ত অনেককেই নানা উপসর্গে ভুগতে হতে পারে দীর্ঘদিন।
ফলে সুস্থ হওয়ার পরও দীর্ঘদিন পরিচর্যা প্রয়োজন হতে পারে করোনা রোগীদের। এমনটাই বেরিয়ে আসছে গবেষণায়।
করোনা আক্রান্ত বেশির ভাগেরই মৃত্যু না হলেও কারও কারও ক্ষেত্রে এটি অপূরণীয় ক্ষতি। শুধু ফুসফুসই নয়, রোগীদের অনেকেরই কিডনি, লিভার, হৃৎপিন্ড, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র, ত্বকের ব্যাপক ক্ষতি করে এই ভাইরাস।
চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা থেকে সুস্থ হওয়ার পর শারীরিক জটিলতা না থাকলেও উপসর্গ থাকতে পারে দীর্ঘদিন। আইসিইউতে চিকিৎসা নেয়া গুরুতর অসুস্থ করোনা রোগী এবং হালকা উপসর্গের কারণে ঘরে থেকে চিকিৎসা নেয়া রোগী উভয়ের ক্ষেত্রেই এমনটি হতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা।