প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন এয়ার ইন্ডিয়ার বিমানের পাঁচ পাইলট, এক টেকনিশিয়ান ও এক ইঞ্জিনিয়ার। গত শনিবার ৭৭ জন পাইলটের করোনা পরীক্ষা করা হলে এদের মধ্যে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এনডিটিভি-কে বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়ার একটি সূত্র।
সূত্রের তরফে জানা যায়, আক্রান্ত পাইলটদের মধ্যে করোনার কোন লক্ষণ নেই। আক্রান্ত ওই ৫ জনই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান চালাতেন। গত ২০ এপ্রিলের পরে তাদের মধ্যে কেউই বিমান চালাননি। উপসর্গ না থাকায় আক্রান্ত এই ৫ পাইলটকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, ভারতে এরই মধ্যে প্রায় ১০০ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের ডাক্তাররাই বেশি। পাশাপাশি ৫০০-র বেশি নিরাপত্তা কর্মীর শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ২৫০ জন সিআরপিএফে রয়েছেন। এছাড়া ২০০ জন বিএসএফ কর্মী। দু’জন বিএসএফ জওয়ান ও দিল্লি পুলিশের এক কর্মী গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মারা যান।
সূত্র- এনডিটিভি।