এবার করোনায় আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সাবেক সাংসদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ আটজন। আবুল কালাম আজাদের উপসর্গ দেখা দিলে গত বুধবার নমুনা দেন এবং রোববার করোনা শনাক্ত হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকীর সাংবাদিকদের জানান, বেশ কিছু দিন ধরে তিনি শরীরে ব্যথা অনুভব করছিলেন। গত বুধবার করোনা পরীক্ষার নমুনা দিলে চার দিন পর রোববার তাঁর ফলাফল পজিটিভ আসে। অন্য কোনো উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। ওষুধ খাওয়াতে বর্তমানে তাঁর শরীরের ব্যথাও অনেকটা কমে গেছে বলে জানান।
আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও একই বছর ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর শারীরিক সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।