করোনায় প্রাণ হারালেন আরও এক চিকিৎসক


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


দেশে চলমান করোনা সংক্রমণে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন আরও এক চিকিৎসক। ওই চিকিৎসকের নাম ডা. সুলতানা লতিফা জামান আইরিন (৩৪)। তিনি চট্টগ্রাম মা-শিশু জেনারেল হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

করোনা আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রামের এগারোতম চিকিৎসক। এর আগে চট্টগ্রামে আরও দশজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

ডা. আইরিন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ডা. মইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী।

তাদের একটি তিন বছর বয়সী কন্যা সন্তান আছে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন। শিক্ষাজীবন শেষ করে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। গত কয়েক মাস ধরে চমেকে উচ্চতর কোর্সে পড়াশোনা করছিলেন। চার মাস ধরে ছুটিতে ছিলেন। এ অবস্থায় তিনি করোনায় সংক্রমিত হন।

চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘চমেক হাসপাতালে ভর্তির পর থেকে তাকে আইসিইউতে রাখা হয়।

তবে তার অবস্থা খারাপ থাকায় তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। করোনায় আক্রান্ত হওয়ায় তার ফুসফুস বেশ ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’