করোনায় বিশ্ব পিছিয়ে যেতে পারে কয়েক দশক!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


করোনাভাইরাস মহামারি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) থেকে বিশ্বকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে, মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি শীর্ষক এক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানান জাতিসংঘ প্রধান। তিনি বলেন, করোনা সংকটের আগেই বিশ্ব ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সঠিক পথে ছিল না।

গুতেরেস বলেছেন, ‘যখন আমাদের মরিয়াভাবে এগিয়ে যাওয়া দরকার, কোভিড-১৯ তখন আমাদের কয়েক বছর, এমনকি কয়েক দশক পিছিয়ে নিতে পারে। দেশগুলোকে ব্যাপক আর্থিক ও প্রবৃদ্ধি চ্যালেঞ্জের মধ্যে ফেলছে এটি। এই সংকট এসডিজি থেকে আমাদের অনেক দূরে সরিয়ে নিচ্ছে।’

করোনাভাইরাস এমন সময়ে আঘাত হেনেছে যখন বিশ্ব এরই মধ্যে অগ্রহণযোগ্যভাবে দারিদ্র্য বৃদ্ধি, দ্রুত জলবায়ু পরিবর্তন ও অর্থায়নে বিশাল ব্যবধানের মতো চ্যালেঞ্জের ‍মুখে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে তাণ্ডব চালানো এ ভাইরাসে বিপর্যস্ত মানব সভ্যতা। এখন পর্যন্ত এ প্রাণঘাতী এ ভাইরাসের থাবায় বিশ্বজুড়ে মারা গেছেন পাঁচ লাখ ৮১ হাজারের অধিক মানুষ। আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৪ লাখেরও বেশি।