২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু, আক্রান্তের সংখ্যা ও হার বেড়েছে। এদিন করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৭১৮ জন।
এর আগে দিন শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মৃত্যু হয় ২ জনের, আক্রান্ত হয়েছিলেন ৫৭২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৫ হাজার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৩.৫৮ শতাংশ, আগের দিন এ হার ছিল ১২.৯৬ শতাংশ।
আরও পড়ুন: ১৪৪ মিলিয়নেরও বেশি মানুষ ভুগছেন ‘লং কোভিড’-এ
এদিকে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করলেও, সব দেশে বা অঞ্চলে তা কমেনি। কোনো কোনো দেশ বা অঞ্চলে সংক্রমণ বেড়েছে।
যেমন, বাংলাদেশের সরকারি হিসাবে দেখা যাচ্ছে কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে। এছাড়াও মিয়ানমারেও করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়ছে।
উল্লেখ্য, দেশে মোট ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনের করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৯ হাজার ৩৫৯ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন ।