করোনা ঠেকাতে ইরানে উন্মোচন হলো ‘কেওয়ান লাইফবোট’


robot#paperslife


করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় চিকিত্সা কর্মীদের প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য ‘কেওয়ান লাইফবোট’ নামে পরিচিত ইরানী মেডিকেল রোবট উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৭ মে) এটা উন্মোচন করা হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে এই রোবটটি নকশা ও উৎপাদন কাজ সম্পন্ন হয়েছে।

ইরানী বিশেষজ্ঞদের দক্ষতার উপর নির্ভর করে এই মেডিকেল রোবটটি তৈরী করা হয়েছে।

অন্যান্য বেশ কয়েকটি রোবট নিয়ন্ত্রণ করার পাশাপাশি চলমান ট্রেতে ‘অ্যান্টি-স্লিপ স্ক্রিন’ নিয়ন্ত্রণ করতে রোবটটিতে একাধিক ‘ফাংশন’ রয়েছে।

রোবোটটিতে স্টিরিও ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রোবটটির শরীরের তাপমাত্রা পরিমাপের ক্ষমতা, রক্তের অক্সিজেন স্তর পরিমাপ এবং অন্যান্য ‘সেন্সর’ যুক্ত করার ক্ষমতা রয়েছে।

এছাড়াও রোবটটির অন্যান্য বৈশিষ্ট্য হলো- রোগী এবং চিকিত্সক মধ্যে ভিডিও-অডিও যোগাযোগ এবং বিভিন্ন কক্ষে খাবার ও ওষুধ পরিবহন করার ক্ষমতা রয়েছে।

সূত্র : ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি (ইরান প্রেস)