দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ নদীর পানি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার দুপুরে ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমার ৮ সে.মি ওপর দিয়ে এবং ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার ৪ সেমি ওপর দিয়ে অতিক্রম করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সদর পয়েন্টে অস্বাভাবিক বেড়ে বিপদসীমা অতিক্রম করে।
পর্যায়ক্রমে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বেড়ে বিপদসীমা দুপুরে অতিক্রম করে। এছাড়াও ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার মাত্র ৭ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদী তিস্তা, দুধকুমর ও গঙ্গাধর নদীর পানিও বেড়েছে। এ অবস্থায় নদীর সাড়ে ৪শতাধিক চরের মানুষ এখন বন্যায় কবলিত হতে যাচ্ছে।
নদনদীর পানি হুহু করে বাড়ায় জেলার সবকটি উপজেলার নদী তীরবর্তী এলাকা বন্যা পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এ আশংকা তীব্র থেকে তীব্রতর হচ্ছে নদনদী পাড়ের মানুষের।
নদীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে পড়ায় কয়েক হাজার মানুষ পড়েছেন বিপাকে। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল বাদাম, তিল, কাউন, পাটসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। এ অবস্থায় মারাত্মক বন্যার আশংকা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নদ-নদীর পানি হুহু করে বাড়ছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়া সব নদ-নদীতে যেভাবে পানি বাড়ছে তাতে আগামী ২৪ ঘণ্টায় সবগুলো নদনদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।