কুুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠেরপাড় গ্রামে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার(১০মে) দুুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মাঠেরপাড় গ্রামে ধান ক্ষেতের পাশে সেচ কাজে ব্যবহৃত একটি শ্যালো মেশিনের কাছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ওসি মাহফুজার রহমান বলেন,’ মরদেহের পাশে বিষের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষপানে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’ নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।
পেপারস লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার