করোনা সংকট মোকাবিলায় সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে উপার্জনহীন হয়ে পড়েছেন লাখো শ্রমজীবী। যেখানে তিন বেলা পেটে খাবার যোগান দিতেই হিমশিম খাচ্ছেন শ্রমজীবীরা সেখানে শ্রমিক নিয়ে জমির ধান কাটা অকল্পনীয় হয়ে দাঁড়িয়েছে।
এমন সংকট মহূর্তে নিরুপায় এক দিনমজুর কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৮ মে) সদর উপজেলার ধরলা নদীর অববাহিকায় চর ভেলাকোপা নামক এলাকায় শফিকুল নামে এক দিন মজুরের জমির ধান কেটে তা ওই দিনমজুরের বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেন ছাত্রলীগ কর্মীরা।
শ্রমিকের ভূমিকায় ছাত্রলীগ কর্মীদের দেখে অনেকটা আশ্চর্য হয়ে দিনমজুর শফিকুল বলেন,‘ এটাতো চিন্তায় করা যায়না। শিক্ষিত ছেলেরা এমন করি জমিত নামি কাচি দিয়া ধান কাটি দিবে তাও ফির (আবার) টাকা ছাড়া! টাকার অভাবে কামলা (শ্রমিক) নিবার পাই নাই। আমার খুব উপকার হইলো। আল্লাহ সবার ভালো করুক। ’
অসহায় শফিকুলের জমির ধান কাটায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আল-আমিন সরকার আরিফ। তিনি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পর কৃষক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। ছাত্রলীগ কর্মী হিসেবে আমরা গর্বিত।’
মোস্তফা হাসান মারুফ,মাইদুল ইসলাম, তৌকির রহমান আপন, কামরুল, হিরা ও ফরহাদ সহ প্রায় ২০/২৫ জন ছাত্রলীগ কর্মী ধান কাটা ও পরিবহণে অংশ নেন।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি