মহামারি কেন যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে আর কানাডায় চালাচ্ছে না, একটি ছবির মাধ্যমে তা স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠেছে।
পূর্বঘোষণা অনুসারে অন্তত আগামী ২১ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ থাকার কথা থাকলেও দুই দেশের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে উভয় পক্ষের পর্যটকেরা একদম পাশ ঘেঁষে চালাচল করতে পারেন; সেটি হচ্ছে বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত।
সাম্প্রতিক এক ভিডিও ফুটেজে দেখা গেছে, এ জলপ্রপাতের পানিতে পাশাপাশি বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘মেইড অব মিস্ট’ এবং কানাডার ‘হর্নব্লোয়ার নায়াগ্রা ক্রুজ’ পরিচালিত দু’টি নৌযান।
জানা গেছে, মার্কিন নৌযানটিতে যাত্রী ছিল ধারণক্ষমতার ৫০ শতাংশ। কিন্তু করোনা মোকাবিলায় বাড়তি সতর্ক কানাডার নৌযানটি চলছিল ধারণক্ষমতার মাত্র ১৫ শতাংশ যাত্রী নিয়ে।
৩ কোটি ৭৬ লাখ জনসংখ্যার দেশ কানাডায় এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বিপরীতে, প্রায় ৩৩ কোটি মানুষের দেশ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ লাখের মতো।