কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনার হেড কোচ হিসেবে থাকবেন ২০২৬ সালে আয়োজিত বিশ্বকাপ পর্যন্ত। টুইটবার্তায় এ খবর জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া।
অর্থ্যাৎ শুধু ২০২২ সালের কাতার বিশ্বকাপ নয়, ২০২৬ সালে মেক্সিকো-কানাডা-যুক্তরাষ্ট্র বিশ্বকাপেও আর্জেন্টিনার হেড কোচ হিসেবে থাকবেন স্কালোনি।
রাতে লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। কোচ হিসেবে সবমিলিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে ৪০টি ম্যাচ কোচিং করিয়েছেন স্কালোনি। এর মধ্যে জয় পেয়েছেন ২৬ ম্যাচে, ড্র হয়েছে ১০টি আর পরাজয় মাত্র চার ম্যাচে। সবশেষ ৩৬ ম্যাচে আর্জেন্টিনা পরাজয়ের মুখ দেখেনি। যা কি না দেশটির ইতিহাসে সবচেয়ে লম্বা অপরাজিত যাত্রা।
বোধহয়, জয়ের উপহারসরূপই এক টুইটবার্তায় তাপিয়া লিখেছেন, ‘আপনাদের সবাইকে গর্বের সঙ্গে জানাচ্ছি যে, লিওনেল স্কালোনিকে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত হেড কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফএ।’
Me enorgullece contarles que hemos arreglado la continuidad de Lionel Scaloni como DT de Argentina hasta el mundial de 2026. Seguimos apostando al proyecto integral de selecciones. Hay Scaloneta para rato!! pic.twitter.com/64Cvg6EmSN
— Chiqui Tapia (@tapiachiqui) September 28, 2022
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লিখেছেন, ‘জাতীয় দলের চলমান প্রজেক্টের ওপর আমরা আস্থা রাখছি। আরও কিছু সময় এই দলে স্কালোনেটা চলবে।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আর্জেন্টিনার দায়িত্ব নেন কোচ লিওনেল স্কালোনি।
হেড কোচ হিসেবে অধীনেই প্রায় ২৭ বছর পর ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমাও জিতেছে মেসিরা।