ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে হারল করোনা!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height


ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা জয় করেছেন এবার মুখের ক্যানসারে আক্রান্ত এক প্রৌঢ়। সুস্থ হয়ে তিনি ফিরে গেছেন বাড়িতে।

সুস্থ হওয়া ওই ব্যক্তি গল ব্লাডারে ক্যানসারের সঙ্গে রয়েছে হাই ব্লাড সুগার। এরই সঙ্গে মনের জোর ও কলকাতার অ্যাপোলো গ্লেনেগালসের ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের প্রয়াসে তিনি পেয়েছেন নতুন জীবন।

গত ২০ এপ্রিল ৬৮ বছরের ক্যানসার রোগী, আসাম শিলচরের বাসিন্দা অ্যাপোলো গ্লেনেগালসে এসেছিলেন মুখের ক্যানসারের চিকিৎসা করাতে। সেখানেই তাঁর সামান্য জ্বর রয়েছে বলে ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই তাঁকে কোভিড অবজারবেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার পর জানা যায়, তিনি করোনা পজিটিভ।

এর পরেই তাঁকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। দু সপ্তাহ ধরে টানা তাঁর করোনা চিকিৎসা চলছে। গত ৪ ও ৫ মে দুইবার তাঁর করোনা পরীক্ষা নেগেটিভ আসে।

৬ মে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর পর তাঁকে আরও ১৪ দিন কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এর পর তাঁর ক্যানসারের চিকিৎসা শুরু করা হবে।

এ বিষয়ে অ্যাপোলোর সিইও রানা দাশগুপ্ত জানিয়েছেন, ‘এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক অধ্যায়। আমাদের কর্মীদের অনবরত প্রয়াস ও কর্মক্ষমতা, পিপিই-র সহযোগিতায় এই লড়াইয়ে সফল হয়েছি।’

সূত্র: এই সময়