ক্ষমতাচ্যুত হলেন পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। শনিবার দেশটির সংসদে হওয়া এ অনাস্থা ভোটে ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই হাসান আলী খায়েরের প্রতি অনাস্থা জানান।
এরপর তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ২০১৭ সাল থেকে সোমালিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান আলী খায়ের। তার বিরুদ্ধে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে ব্যর্থতার অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা।
১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।
সোমালিয়ার স্পিকার মোহাম্মদ মুরসাল জানিয়েছেন, ২০২১ সালে ‘একজনে এক ভোট’ পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন সাংসদরা। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট।