করোনাভাইরাসের শুরু থেকেই বিভিন্ন ধরণের সহায়তা করে যাচ্ছেন বলিউড সুপার স্টার সালমান খান ।লকডাউনের কারণে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক শ্রমিকদের খাওয়া পরার যাতে অভাব না হয়, তার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছেন সালমান।
শুধু তাই নয়, দৈনিক পরিশ্রমিকপ্রাপ্ত প্রায় ২৩ হাজার মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সালমান। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি পানভেলের অসহায় মানুষের পাশেও দাড়িয়েছেন এই অভিনেতা।
জানা যাচ্ছে, এবার মুম্বইয়ের রাস্তায় ‘বিয়িং হাঙরি’ নামে ট্রাক নামিয়েছেন সালমান। ওই ট্রাকে খাবার ভরে, তা কভিড আক্রান্ত অসহায় মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে খবর। অর্থাত মুম্বাইয়ের রাস্তায় থাকা অসহায় মানুষগুলির পেট ভরাতে খাবার বোঝাই ট্রাক নামানো হয়েছে সালমানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ফেডেরশনের অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়েছে ওই খবর।
অসহায়, আর্ত মানুষদের পাশে দাঁড়াতে সলমন যেভাবে এগিয়ে আসছেন, তাতে অভিনেতাকে কুর্ণিশ জানাতে শুরু করেছেন তাঁর ভক্তরা।
সূত্র, ইনস্টাগ্রাম ও জিনিউজ