দেশে চলমান করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সেইসাথে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এক হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে শনাক্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে তাণ্ডব চালানো এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ২৭ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৪ লাখ ৮৪ হাজার ৯৭২ জন।