অনেকেরই ধারণা করোনায় গর্ভবতী নারীরা বেশি ঝুঁকিতে থাকেন। কিন্তু আসলে বিষয়টি মোটেও এমন নয়। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারিতে আক্রান্ত হলে সাধারণ নারীরা যত শতাংশ মারাত্মক জটিলতায় পড়তে পারেন, অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রেও তা বলতে গেলে সমান্যই। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ সব তথ্য উঠে এসেছে।
গবেষণাটি করা হয়েছে, ১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন হাসপাতালে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২৭ জন ভর্তি হওয়া সন্তানসম্ভবা নারীর ওপর। এ সকল নারীদের মধ্যে মাত্র ১০ শতাংশের পরিস্থিতি মারাত্মক জটিল আকার ধারণ করে। এবং তাদের আইসিইউতে চিকিৎসা দিতে হয়। সমবয়সের সাধারণ নারীদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।
গবেষণায় দেখা গেছে, কভিড-১৯ আক্রান্ত ওইসব অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ৫ জন প্রাণ হারিয়েছেন।
বলা হচ্ছে, যুক্তরাজ্যের পরিসংখ্যানে করোনায় মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীর মধ্যে সম্ভবত তারাই প্রথম।
তথ্য বিশ্লেষণে এ গবেষণায় আভাস মিলেছে, করোনা আক্রান্ত সাধারণ নারীর তুলনায় মা হতে চলা নারীর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা মোটেও বেশি নয়।
তবে সতর্কতার অংশ হিসেবে তাদের সাধারণত অধিক নাজুক রোগীর তালিকায় রাখা হয়। সাধারণ নারীদের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি- এমন ধারণার পক্ষেও এ গবেষণায় কোনও প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: ডেইলি মেইল