আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে সহজে হারানোর পর এবার তিউনিসিয়া বিপক্ষে গোল উৎসব করলো তিতের দল; ব্রাজিল ৫-১ তিউনিসিয়া।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পার্ক দেস প্রিন্সেসে ৫-১ গোলে জয় পেয়েছে তিতের দল। ব্রাজিল ঘানাকে হারিয়েছে ৩-০ গোলে।
প্রথমার্ধেই চার গোল করে ব্রাজিল। জোড়া গোল করেন রাফিনহা। বাকি দুই গোল রিচার্লিসন ও নেইমারের। তিউনিসিয়ার হয়ে একটি গোল শোধ করেন মুনতাসার তালবি। দ্বিতীয়ার্ধের শেষ ভাগে তিউনিসীয়দের কফিনে পঞ্চম ও শেষ পেরেক ঠুকে দেন পেদ্রি।
এর আগে ১৯৭৩ সালের একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও তিউনিসিয়া। সেই প্রীতি ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছিল ব্রাজিলিয়ানরা। এবারের ব্যবধান হলো আরও বড়।
আরও পড়ুন : মেসির জোড়া গোলে ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা
ব্রাজিল ৫-১ তিউনিসিয়া:
ব্রাজিলের প্রথম গোল:
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রতিপক্ষের রক্ষণ তটস্থ করে রাখেন নেইমার-রাফিনহারা। সেই আক্রমণের তোড়েই একাদশ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। কাসেমিরোর থ্রো বলে বক্সের সামনে থেকে হেড নেন রাফিনহা। বল সোজা পোস্টের মাঝ বরাবর আঘাত হানে।
তিউনিসিয়ার প্রথম গোল:
১৮তম মিনিটে দারুণ এক হেডে ব্রাজিলের জাল কাঁপান তিউনিসিয়া তালবি।
ব্রাজিলের দ্বিতীয় গোল:
এক মিনিট পরেই রাফিনহার থ্রো পাসে বল পেয়ে ডান পায়ের শটে ফের ব্রাজিলকে লিড এনে দেন রিচার্লিসন।
ব্রাজিলের তৃতীয় গোল:
নেইমার গোলটি করেন পেনাল্টি থেকে। প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন কাসেমিরো। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-১ করেন পিএসজি ফরোয়ার্ড।
ব্রাজিলের চতুর্থ গোল:
৪০তম মিনিটে ব্যবধান আরও বড় হয় রাফিনহার দ্বিতীয় গোলে। এবার অবশ্য আগের সহায়তার প্রতিদান দেন রিচার্লিসন। তার বাড়ানো বল বক্সের সামনে পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালের ঠিকানায় পাঠান রাফিনহা।
চতুর্থ গোল হজম করার মিনিট দুয়েক পরেই ডিলান ব্রন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তিউনিসিয়া। বিরতির আগে অবশ্য আর গোল হজম করেনি তারা।
ব্রাজিলের পঞ্চম গোল:
৭৪তম মিনিটে ডান পায়ের জোরালো শটে তিউনিসিয়া গোলকিপারকে পরাস্ত করতে সক্ষম হন পেদ্রো। দ্বিতীয়ার্ধে অবশ্য ব্রাজিলের আক্রমণ কিছুটা ঝিমিয়ে পড়লেও তিউনিসিয়া কোনো জবাব দিতে না পারায় ব্রাজিল ৫-১ তিউনিসিয়া ফলাফল নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।