করোনাকালীন সময়ে ‘বঙ্গবন্ধু গবেষণা সংসদ’ হোম কোয়ারেন্টাইনে থেকে জরুরি চিকিৎসা প্রদানের উদ্যোগ নিয়েছে।এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে সম্মানিত চিকিৎসকদের সাথে যে কোন রোগের বিষয়ে মোবাইল ফোনে কথা বলে চিকিৎসা পরামর্শ বা চিকিৎসাপত্র নেয়া যাবে।
এ বিষয়ে পেপার’স লাইফকে সংগঠনটি জানিয়েছে, বঙ্গবন্ধু গবেষণা সংসদ-এর সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সংগঠনের কার্যকরী সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও সংসদের সাধারণ সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর চিকিৎসা বিষয়ক টিমের সমন্ধয় করবেন।