ঘুষ- জালিয়াতি মামলায় সামরিক আদালতে সু চির ৩ বছরের কারাদন্ড


ঘুষ- জালিয়াতি মামলায় সামরিক আদালতে সু চির ৩ বছরের কারাদন্ড


ঘুষ ও জালিয়াতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক সরকারের একটি আদালত।

আজ বুধবার সু চির বিরুদ্ধে এ রায় দেয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়। তাদের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, যার সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড। যদিও আদালতে সু চি ও শন টার্নেল নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

আরও পড়ুন: ওপেকের সিদ্ধান্তে খেপেছে বাইডেন প্রশাসন

এর আগেও বেশ কয়েকটি মামলার রায়ে সু চির সাজা হয়েছে। তার বিরুদ্ধে মোট ১৮টি অভিযোগে মামলা চলছে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, এসব মামলার সবগুলোতে দোষী সাব্যস্ত হলে ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে সু চির।

উল্লেখ্য, নেপিদোর একটি নির্জন কারাগারে রাখা হয়েছে সু চিকে। সব মামলার শুনানিতে সেখান থেকেই অংশ নিচ্ছেন ৭৭ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী নেত্রী। সু চিকে দুর্নীতিসহ বিভিন্ন মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন তিনি।