চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় উড়াল সড়কের নিচ থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উড়াল সড়কের নিচ থেকে এই হাতটি উদ্ধার করা হয়। হাতটিতে পচন ধরেছিল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন জানান, একটি পচে যাওয়া কাটা হাত উদ্ধার করা হয়েছে। বিষয়টি বিভিন্ন থানা এবং হাসপাতালে জানিয়ে দেয়া হয়। হাতটি পচে গেছে। এটি পুরুষ নাকি মহিলা নাকি শিশুর তা বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন : ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে
হাতটি কোনো হাসপাতাল থেকে কেটে ফেলে দেয়া, নাকি অপরাধমূলক কর্মকাণ্ড তা নিশ্চিত নয় পুলিশ।
বর্তমানে কোনো থানায় এমন মামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হাতটির ডিএনএ রিপোর্ট সংগ্রহ করে বিভিন্ন থানা ও হাসপাতালে জানানো প্রক্রিয়া চলছে।