চট্টগ্রামে করোনায় আক্রান্ত শ্রীলঙ্কান




বন্দরনগরী চট্টগ্রামে প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন এক শ্রীলঙ্কান নাগরিক। আক্রান্ত হওয়া ওই ব্যক্তি চট্টগ্রাম ইপিজেডের এক জন পোশাকশিল্প উদ্যোক্তা।

গতকাল বুধবার (০৬ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে ওই শ্রীলঙ্কান নাগরিকসহ আরও ১২ জনের করোনা আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে তাদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এ নিয়ে চট্টগ্রামে মোট ১২৯ জনের করোনা আক্রান্ত হলো। তিনি আরও জানান, চট্টগ্রামে করোনায় মোট নয় জনের মৃত্যু হয়েছে। আর ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।