চট্টগ্রামে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24


চট্টগ্রামের হালিশহরের মহেশখালে জোয়ারের পানিতে ডুবে পানিতে ডুবে মুন্নি আকতার (১৪), ঝুমা আকতার (১৭) নামের দুই কিশোরীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার রাত ৮টার দিকে একজন এবং বুধবার ভোরে একজনকে উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাঁটতে গিয়ে হালিশহর থানার বেপারী পাড়া বাদশা মিঞা ব্রিক ফিল্ড রোড এলাকায় মহেশখালে পড়ে যান দুই কিশোরী। মঙ্গলবার দুপুরে তারা নিখোঁজ হলেও ফায়ার সার্ভিস খবর পায় সন্ধ্যা ৬টায়। এরপর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহিদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। মঙ্গলবার রাত আটটায় মুন্নির মরদেহ বুধবার ভোরে ঝুমা আকতারের মরদেহ উদ্ধার করা হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মহেশখালে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলে ওই দুই কিশোরীর একজন পা পিছলে খালে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য অপরজন চেষ্টা করলে দুই জনই খালের স্রোত ও জোয়ারের পানিতে তলিয়ে যায়।