চাল, গম, তেলের দাম নির্ধারণ করবে সরকার


চাল, গম, তেলের দাম নির্ধারণ করবে সরকার


চাল, গম, তেল (সয়াবিন ও পাম), পেঁয়াজ, চিনি, মসুর ডাল সহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করার সীদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বুধবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়েছে, তারা এসব পণ্যের দাম নির্ধারণে সমিতি ও বড় প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি পাঠাচ্ছে।

এদিকে মঙ্গলবার এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ”ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেয়া হয়েছে, শুধু তেল নয়, আর সবগুলো (পণ্যের) দাম যুক্তিযুক্ত করা, যথাযথ দাম যা হওয়া হওয়া উচিত, সেটা বের করা, তাদেরকে সাথে নিয়ে, যারা এর সঙ্গে সম্পর্কিত। এটা যারা মানবে না, তাদের বিরুদ্ধে সোজাসুজি আইনি ব্যবস্থা নেয়া। ”

বাণিজ্যমন্ত্রী বলেন, ”আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, যা গ্রহণযোগ্য নয়। বৈশ্বিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে এসব পণ্যের মূল্য অতিমাত্রায় বাড়ানো হয়েছে, যা হওয়া উচিত ছিল না। আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের দাম নির্ধারণ করে দিতে বলা হয়েছে। এরপর প্রতি মাসেই ট্যারিফ কমিশন এসব পণ্যের দাম ঘোষণা করবে।”

আরও পড়ুন: বাজেটে দাম বাড়ছে-কমছে যেসব পণ্যের 

যেসব পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার কথা জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে চাল, গম, তেল (সয়াবিন ও পাম), পেঁয়াজ, চিনি, মসুর ডাল, এমএস রড ও সিমেন্ট।

টিপু মুনশি বলেছেন, ”সরকার নির্ধারণ করে দেয়া দামের বাইরে কেউ পণ্য বিক্রি করলে শুধু জরিমানা নয়, এখন থেকে মামলাও করা হবে। এতদিন অভিযানের সময় জরিমানা করা হয়েছে। আমি বলেছি, টাকা জরিমানা বাদ, মামলা করে দেন। অন্যায় যারা করবে তাদের আদালতে পাঠাবো।”

আরও পড়ুন: শেভরনকে আরো দুটি গ্যাসক্ষেত্র দিতে চায় বাংলাদেশ

এদিকে ট্যারিফ কমিশনের একটি প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক বাজারে গমের দাম এক বছরে আট শতাংশ বাড়লেও দেশের বাজারে খোলা ময়দা ও আটার দাম বেড়েছে ৬৭ শতাংশ। মসুর ডালের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে ২৯ থেকে ৩৯ শতাংশ বেড়েছে। বিশ্ববাজারে স্টিল স্ক্র্যাপের দাম কলেও দেশের বাজারে রডের দাম বেড়েছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই সরকার এসব পণ্যর দাম বেঁধে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।