চিকিৎসকের তত্ত্ববধানে রানি এলিজাবেথ, অবস্থা সংকটাপন্ন


চিকিৎসকের তত্ত্ববধানে রানি এলিজাবেথ, অবস্থা সংকটাপন্ন


ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শারীরিক অবস্থা শংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ও রানির কার্যালয় বাকিংহাম প্যালেস এ তথ্য জানিয়েছে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে রানির স্বাস্থ্যের পুর্নমূল্যায়ন করার পর, রানির চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসকদের নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‍্যাল ক্যাসলে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন রানি। ”

প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ব্যালমোরালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। রানির সব সন্তান সেখানে জড়ো হচ্ছেন। কেউ ইতোমধ্যেই স্কটল্যান্ডে তার বাসভবনে পৌঁছেছেন অথবা পথে রয়েছেন।

এদিকে ৯৬ বছর বয়সী রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তবে গত মঙ্গলবার লিজের সঙ্গে তোলা ছবিতে বেশ হাসিখুশিও দেখা যাচ্ছিল রানিকে।