‘ছাত্রলীগের কেউ ধূমপান করেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো’


'ছাত্রলীগের কেউ ধূমপান করেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো'


ছাত্রলীগের কেউ ধূমপান করেছে, সিগারেট হাতে নিয়েছে, দেখাতে পারলে এমপি পদ পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

তিনি বলেন, শত্রুরা সব সময় কথা বলে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোনো অপরাধ করতে পারে না। আমার আড়াইহাজারের মুরুব্বিরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও স্মোক (ধূমপান) করেছে, সিগারেট হাতে নিয়েছে এই ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব।

৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

এমপি নজরুল ইসলাম বাবু দাবি করেন, ছাত্রলীগের কোনো বদনাম নেই। কেউ কখনও সিগারেটও হাতে নেয়নি। ছাত্রলীগের ইতিহাস মধুর। দুই একটি ঘটনা গোনায় ধরার মতো না।

তিনি বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড় বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি।

করোনাকালে ছাত্রলীগের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বাবু বলেন, করোনায় ছাত্রলীগের কেউ ঘরে যায়নি। খাদ্য ওষুধ চিকিৎসা সেবা দিয়েছে।