জন্মদিনে যে সুখবর দিয়েছেন অভিনেতা শ্যামল মাওলা


অভিনেতা শ্যামল মাওলা


সময়ের ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। বিশেষ করে ওটিটি জগতে তার পদচারণা প্রতিনিয়তই মুগ্ধ করছে দর্শকদের। একের পর এক ভালো কাজ উপহার দিয়ে চলছেন সফল এই অভিনেতা।

‘সদরঘাটের টাইগার‘ তার দুর্দান্ত কাজসমূহের একটি। প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তি দেখেও দর্শক টাইগারের অভিনয়ে প্রশংসায় বারংবার পঞ্চমুখ হয়েছেন। এদিকে খুব শিগগিরই আসছে সদরঘাটের টাইগার এর তৃতীয় পর্ব। জন্মদিনে ভক্তদের এমন বার্তাই দিয়েছেন টাইগার শ্যামল মাওলা।

দেশের টিভি নাট্যনির্মাতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও সফল নির্মাতা সুমন আনোয়ার। তার নির্মাণে ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’এ প্রথম মুক্তি পায় ‘সদরঘাটের টাইগার’। প্রথম পর্বের দুর্দান্ত সফলতার পর দ্বিতীয় পর্বেও সফল ছিল টাইগার শ্যামল মাওলা। দ্বিতীয় পর্বের গল্প তৈরি হয়েছিল মানবপাচারকে কেন্দ্র করে।

আসন্ন ‘সদরঘাটের টাইগার-৩’ গল্প সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও জানা যায় যেখানে দ্বিতীয় পর্ব শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে তৃতীয় পর্বের গল্প। আর এখানেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন যথারীতি শ্যামল মাওলা। থাকছে আরও কিছু চমক।

তবে সেসব বিষয়ে এখনও কিছু জানাতে রাজি নন অভিনেতা শ্যামল মাওলা। বরং ভক্তদের থাকতে বললেন আরও কিছুটা অপেক্ষায়।

আরও পড়ুন: এসময়ের যত ভয়…