জাপোরিশা থেকে ছড়াতে পারে তেজস্ক্রিয়তা; আশঙ্কা জাতিসংঘের


জাপোরিশা থেকে ছড়াতে পারে তেজস্ক্রিয়তা; আশঙ্কা জাতিসংঘের


ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিশায় ক্রমাগত গোলাবর্ষণের ফলে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এছাড়া সেখানে রাশিয়ান সামরিক সরঞ্জামের উপস্থিতি কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

গত সপ্তাহে কেন্দ্রটিতে সফরের পরে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলেছেন, ” জাপোরিশা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সামরিক সরঞ্জামের উপস্থিতি সেখানে আমাদের কর্মীদের জন্য একটি চাপ এবং এর ফলে স্পষ্ট যে কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে।”

এদিকে মঙ্গলবার রাশিয়া কিইভের বিরুদ্ধে চব্বিশ ঘণ্টায় তিনবার ওই এলাকায় আঘাত হানার অভিযোগ এনেছে।

আরও পড়ুনঃ ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

অবশ্য ইউক্রেন বলেছে, আশেপাশের শহরগুলিতে গুলি চালানোর জন্য রাশিয়ার বাহিনী কেন্দ্রটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। যদিও রাশিয়া জোর দিয়ে বলে যে তারা কেন্দ্রটি পাহারা দিচ্ছে।

যদিও জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে কোনও পক্ষকে স্পষ্টত দোষারোপ করা হয়নি।

ইউক্রেন আক্রমণের শুরুতে জাপোরিশা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়া এবং এটি বারবার আক্রমণের মুখে পড়েছে। বিদ্যুৎকেন্দ্রটিতে ছয়টি চুল্লি রয়েছে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এর শুধু দুটি কাজ করেছে। তবে এখন মাত্র একটি চুল্লি কাজ করছে। ইউক্রেনের গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহকারী চারটি লাইনের মধ্যে তিনটি যুদ্ধের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার শেষ লাইনটিও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।