চলতি বছরের ১২ জন থেকে এক মাসে অন্তত আটজন নারীর কাউকে ধর্ষণ ও কাউকে ধর্ষণচেষ্টার অভিযোগে জার্মানির রাজধানী বার্লিনে একজন সিরিয়াল ধর্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার ওই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ। তার পরদিন মঙ্গলবার রাতেই ২৯ বছর বয়সী লম্পটকে আটক করা হয়।
জানা গেছে, বার্লিন ও পার্শ্ববর্তী ব্রান্ডেনবার্গ এলাকায় জঙ্গল দেখলেই সুযোগ খুঁজতেন তিনি। ব্রান্ডেনবার্গে তার লালসার শিকার তিনজন নারীর অবস্থা গুরুতর।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বার্লিন পুলিশের মুখপাত্র জানান, গত এক মাসে আটজন নারী তার লালসার শিকার হয়েছে। তারা আটক ব্যক্তিকে চিহ্নিত করেছেন।
গোয়েন্দা বাহিনীর সদস্যরা প্রথম অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছিল। অবশেষে তাকে আটক করা গেছে। তবে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।
সূত্র : ডয়চেভেলে