কুরআনের ঘোষিত সম্মানিত চার মাসের একটি জিলকদ। হিজরি বছরের ১১তম মাস এটি যে কোনো রক্তপাতমূলক কাজই এ মাসে হারাম।
এ মাসেরও রয়েছে কিছু স্বাভাবিক আমল ও ইবাদত। দেখে নেওয়া যাক কি কি আমল করা যায় এ মাসে –
- নিয়মিত আমল আইয়ামের বিজের রোজা ১৩, ১৪ ও ১৫ জিলকদ পালন করা।
- সম্ভব হলে ওমরা পালন করা। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ জিলকদ মাসেই ওমরাহ পালন করেছেন। যদিও এ বছর করানাভাইরাসের কারণে ওমরাহ বন্ধ রাখা হয়েছে।
- এ মাসের ১, ১০, ২০, ২৯ ও ৩০ তারিখ রোজা পালন করা।
- সপ্তাহের নিয়মিত আমল সোম ও বৃহস্পতিবারের নফল রোজা পালন করা।
- হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার মাসও এটি।
- আত্মত্যাগের ইবাদত কুরবানির প্রস্তুতি গ্রহণ করা।
- বেশি বেশি কুরআন তেলাওয়াত ও সালাতুত তাসবিহ নামাজ আদায় করা।