চুয়াডাঙ্গা জীবননগরে পুকুর থেকে বাক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার সময় জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাক প্রতিবন্ধী জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে সাগর (২০)।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১২টার সময় বাক প্রতিবন্ধী সাগর নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়।তার পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।
অবশেষে বৃহসপ্রতিবার সকাল ৯টার সময় আন্দুলবাড়িয়া গ্রামের মঈর উদ্দিন মাঠে কাজ করার সময় তেলাপুকুর নামক একটি পুকুরে লাশ দেখতে পাই ।এ সময় সে স্থানীয় কিছু ব্যাক্তিদের নিয়ে পুকুর থেকে বাক প্রতিবন্ধী সাগরের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) সাইফুল ইসলাম।